adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ালেই হরতাল’

316-e1418289104628নিজস্ব প্রতিবেদক : জনমত উপেক্ষা করে অযৌক্তিকভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে ঢাকাসহ সারাদেশে হরতাল কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
এছাড়াও দাম বাড়ানোর প্রস্তাব অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আগামী শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ পালন করবে সংগঠনটি। একই সঙ্গে যদি দাম বৃদ্ধির লক্ষ্যে গণশুনানীর আয়োজন করা হয় তবে বিইআরসির সামনে গণঅবস্থান নেবে সংগঠনটির কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক জোনায়েদ সাকী এ কর্মসূচির কথা জানান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ‘মহাজোট সরকার প্রতিবারই বিদ্যুতের বর্ধিত উৎপাদনের ব্যয়ের কথা বলে ইতোমধ্যে দেশে ৮ বার দাম বাড়িয়েছে। এবারও সেই একই পরিকল্পনা চলছে।’
সাকি বলেন, ‘স্বল্পমেয়াদে রাষ্ট্রীয় বিদ্যুত কেন্দ্রগুলো মেরামত করে মধ্য মেয়াদে গ্যাসভিত্তিক নতুন বিদ্যুত কেন্দ্র স্থাপন করে এবং দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানির উতস ব্যবহার করে একদিকে যেমন কম দামে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব তেমনি তার মাধ্যমে দেশের সম্পদ ও প্রাণ প্রকৃতিকেও রক্ষা করা সম্ভব। কিন্তু তারা হেঁটেছেন বিদ্যুতের সঙ্কট দেখিয়ে দ্রুত মুনাফা তুলে ফেলার রেন্টাল ও কুইক রেন্টালের পথে।’
কুইক রেন্টালের মাধ্যমে অধিক দামে বিদ্যুত উতপাদনের ফলেই দেশে বারবার বিদ্যুতের দাম বাড়ছে বলে জানান সাকি।
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার একদিকে যেমন বিদ্যুতের সঙ্কটের কথা বলে লুটেরাদের অবাধ মুনাফা তৈইরর সুযোগ করে দিচ্ছে অন্যদিকে সস্তার কথা বলে বিদেশি কোম্পানির লুণ্ঠন এবং দেশের সুন্দরবনসহ প্রাণ প্রকৃতিকে ধ্বংসের ব্যবস্থা করছে।’
বাম মোর্চার সমন্বয়ক সাকি বলেন, ‘শুধু দুর্নীতি-ভুলনীতি নয় সরকার এ বিষয়ে মিথ্যাচারেরও আশ্রয় নিয়েছে। এর আগেরবার যখন সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছিল তখন যে পরিমাণ বিদ্যুত উতপাদনের কথা ছিল তারা তা করেনি। বরং করেছে তার অর্ধেক, ৩৫ শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টরে চলার কথা থাকলেও চলেছে ১৫ শতাংশ। ফলে ধরে নেয়া ভর্তুকি থেকে বেঁচে গেছে হাজার কোটি টাকা।’ এখন সরকারের কাছে টাকা উদ্ধৃত্ত আছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্প্লিবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি মোশরেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য বহ্নি শিখা জামালী, বাসদের কেন্দ্রীয় সদস্য ময়নুদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া