adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লিতে প্রতিদিন ৬ জন ধর্ষণের শিকার

index_38563আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নারীদের নিরাপত্তা প্রতিনিয়তই কমছে। দেশটির রাজধানী দিল্লিতে প্রতিদিন ছয়জন নারী ধর্ষণ ও ১৪ জন যৌন হয়রানির শিকার হন।
চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে থানায় আসা মামলার পরিসংখ্যান থেকে এ তথ্য দিয়েছে পুলিশ। তবে পুলিশের দাবি তারা শতকরা ৯০ শতাংশ মামলা নিষ্পত্তি করেছেন এবং অনেক অপরাধীকে আইনের আওতায়ও এনেছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দিল্লির বিভিন্ন থানায় ৬১৬টি ধর্ষণের এবং এক হাজার ৩৩৬টি নির্যাতনের মামলা হয়েছে। গত বছরের তুলনার এবার ধর্ষণের মামলা বেড়েছে ৩৬ শতাংশ। গত বছরে প্রথম চার মাসে এ সংখ্যা ছিল ৪৫০।
এদিকে দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ শাখা) অশোক চাদ বলেন, নারীর ওপর নির্যাতনের ক্ষেত্রে পুলিশের কঠোর অবস্থানের কারণেই থানায় মামলা বাড়ছে। পুলিশ নারী ও শিশু নির্যাতন রোধে নতুন একটি বিশেষ ইউনিট গঠন করেছে। এরা নারীদের সচেতন করাসহ স্কুল-কলেজের ছাত্রীদের আত্মরক্ষার নানা কৌশল শেখাচ্ছে।
তিনি বলেন, তারা একটি ফোন নম্বর খুলেছে, যেখানে যে কেউ ফোন করে পুলিশের সহায়তা চাইতে পারে। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া