adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বায়ার্নের কাছে হেরেও ফাইনালে বার্সেলোনা

messi1431470259স্পোর্টস ডেস্ক : মিউনিখে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের কাছে ৩-২ গোলে হেরেছে বার্সেলোনা। তবে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে বার্লিনে অনুষ্ঠেয় ফাইনালের টিকিট পেয়েছে স্প্যানিশ জায়ান্টরাই।
 
এর আগে ২০১০-১১ মৌসুমে শেষবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল বার্সেলোনা। সেবার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিল কাতালানরা। চ্যাম্পিয়নস লিগের পরের দুই আসরে অবশ্য সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় বার্সাকে।
 
২০১১-১২ মৌসুমে চেলসির কাছে এবং ২০১২-১৩ মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে হারে বার্সেলোনা। বায়ার্নের কাছে দুই লেগ মিলিয়ে ৭-০ গোলের লজ্জায় পড়েছিল বার্সা। এবার সেমিফাইনালে ওই বায়ার্নকে হারিয়েই ২০১০-১১ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল বার্সা। গত সপ্তাহে সেমির প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্নকে ৩-০ গোলে হারান মেসি-নেইমাররা। মঙ্গলবার ফিরতি লেগে তাই ৩-২ গোলে হেরেও ফাইনালের টিকিট পেল বার্সা।
 
আগামী ৬ জুন বার্লিনের ফাইনালে বার্সার সঙ্গী হচ্ছে কে- রিয়াল মাদ্রিদ নাকি জুভেন্টাস? সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে রয়েছে জুভেন্টাস। বুধবার রাতে বাঁচা-মরার ম্যাচে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইতালির ক্লাবটির বিপক্ষে খেলবে রিয়াল। নিজেদের মাঠে অবশ্য একমাত্র গোলে জিতলেই অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় ফাইনালে উঠবে স্প্যানিশ জায়ান্টরা।
 
রিয়াল ফাইনালে উঠলে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে ‘এল ক্লাসিকো’ দেখবে ফুটবল বিশ্ব। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে কখনোই মুখোমুখি হয়নি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এর আগে তিনবার সেমিফাইনালে ও একবার প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিল স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। প্রথমবারের মতো এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দুই দলের সাক্ষাত অর্থাত ‘এল ক্লাসিকো’ হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া