adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে হারলে চা বেচবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের চলতি লোকসভা নির্বাচনে হারলে আবার চা বেচা শুরু করবেন বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি। মঙ্গলবার গান্ধী পরিবারের ঘাঁটি হিসেবে পরিচিত উত্তর প্রদেশের অমেঠি জেলায় এক নির্বাচনী জনসভায় তিনি বিরোধী প কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে এ কথা বলেন।
মোদি বলেন, ‘কংগ্রেসের চিন্তা করার কিছু নেই, আমি ভোটে হারলে চা বানানোর সরঞ্জাম প্রস্তুত৷ আবার চা বেচব। আমি বদল ঘটাতে এসেছি। ২০০০ লোকের একটি চক্র দেশ, দেশবাসীকে লুঠ করছে। আমাদের সেটা বন্ধ করতে হবে। আমি যে কোনো পরিণতির জন্য তৈরি।’
কংগ্রেসকে জবাবের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার পুরনো পথই গ্রহণ করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী৷ এদিন তিনি বলেন, ‘গরিব হয়ে জš§ানো কি অপরাধ? চা বেচে সম্মানের সঙ্গে বেঁচে থাকাটা অন্যায়!’
নাম উল্লেখ না করে কংগ্রেস নেতাদের ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি আপনাদের স্ট্যাটাসের লোক নই বলে এত ব্যঙ্গ-বিদ্রূপ! আমার সম্মান এখন আমেঠির ভোটারদের হাতে। এক চাকর, এক গরিব মায়ের ছেলে, এক চাওয়ালার মর্যাদা আপনাদের হাতে।’
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া