adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাল ঢাকায় টিকফার প্রথম বৈঠক

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) আওতায় বাংলাদেশের সঙ্গে আমেরিকার প্রথম বৈঠকটি হবে সোমবার।
ঢাকায় অনুষ্ঠেয় এ বৈঠকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং আমেরিকার পক্ষে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
গত ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত নয়টা ১০ মিনিটে আমেরিকার সঙ্গে বাংলাদেশের টিকফা স্বাক্ষরিত হয়। চুক্তি বাস্তবায়নে এরই মধ্যে একটি ফোরাম গঠন করা হয়েছে। এ ফোরাম নিয়মিতভাবে বছরে কমপক্ষে একবার বৈঠক করবে।
প্রথম বৈঠকে বাংলাদেশের দিক থেকে আমেরিকার বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার এবং গত বছরের ২৭ জুন দেশটি কর্তৃক বাতিল হওয়া অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার বিষয়ে জোরালো দাবি জানানো হবে বলে জানা গেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া