adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় কুস্তির শিরোপা পেলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত দুই দিন ব্যাপি ওয়ালটন ব্যাটারী ৩১তম জাতীয় সিনিয়র পুরুষে বিজিবি ও ৫ম জাতীয় সিনিয়র মহিলা কুস্তিতে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে।
পুরুষ বিভাগে আনসারের দিপু এবং মহিলা বিভাগে সেনাবাহিনী রিনা আক্তার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। 
মহিলা বিভাগেও চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী। ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৬টি পদক জিতেছে এই সার্ভিসেস দলটি। ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক নিয়ে রানার্সআপ বাংলাদেশ পুলিশ। ১টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জসহ ৩টি পদক নিয়ে তৃতীয় স্থান নড়াইল জেলা।  
পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বিজিবি দলের ০৫টি স্বর্ণ ও ০২টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক। রানার্সআপ বাংলাদেশ আনসার পেয়েছে ০৩টি স্বর্ণ, ০১রৌপ্য ও ০২ ব্রোঞ্জসহ মোট ৬টি পদক। তৃতীয় স্থান যশোর জেলা পেয়েছে ০৩ রৌপ্য ও ০১ ব্রোঞ্জসহ মোট ৪টি পদক। 
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের এডিশনাল ডিরেক্টর ও হেড অফ দ্য গেমস এন্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া