adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমাম থেকে খ্রিষ্টান হওয়া চিকিতসকে হত্যার দায় স্বীকার আইএসের

109996_leadডেস্ক রিপোর্ট : ঝিনাইদহে হোমিও চিকিতসক খুনের দায় স্বীকার করেছে আইএস। দুর্বৃত্তরা নিজ দোকানে তাকে কুপিয়ে হত্যা করে। ইসলাম থেকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে আইএসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে ছমির উদ্দিন বিশ্বাস ওরফে ছমির মণ্ডল নামের ওই চিকিতসককে মুসলিম রীতিতে দাফন করা হয়েছে। যদিও তার মৃত্যুর পর একটি খ্রিষ্টান সংগঠন তার লাশ চেয়ে পুলিশকে ফোন করেছিল উগ্রপন্থি সংগঠনগুলোর অনলাইন ততপরতা নজরদারি সংস্থা সাইট ইনটেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে বলা হয়েছে, ইসলাম থেকে খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হওয়ার কারণে সামির আল দীন নামের এক ব্যক্তিকে হত্যার দায় স্বীকার করেছে আইএস। সাইট ইনটেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ এ নিয়ে একটি টুইটে বলেছেন, বাংলাদেশে আরেকটি অভিযানের দায় স্বীকার করেছে আইসিস। 
গত বৃহস্পতিবার বিকালে গান্না ইউনিয়নের বেলেখাল বাজারে নিজের হোমিও চিকিতসা কেন্দ্রে দুর্বৃত্তরা ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে ছমির বিশ্বাসকে। গতকাল ঝিনাইদহ সদর হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকালে নিজ গ্রামে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী জানাজা শেষে দাফন করা হয় তাকে। এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। ঘটনার দিন  রাত সাড়ে ১১টার দিকে নিহতের ছোট ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় কাউকে আসামি করা হয়নি। এদিকে  নিহত ছমিরের লাশ চেয়ে পুলিশের কাছে ফোন করেছে লাইফ ওয়ে নামের খ্রিষ্টান সংগঠন। পুলিশ তা নাকচ করে দেয়। ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান বলেছেন দাফন করার আগে তার কাছে লাশ চেয়ে খ্রিষ্টান ধর্মীয় সংগঠন লাইফ ওয়ে  ফোন করে। ওসি আরও বলেন সংগঠনটি নিহত ব্যক্তি খ্রিষ্টান ছিলেন বলে দাবি করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সেই দাবি অস্বীকার করা হয়েছে। এলাকার মুসলমান সম্প্রদায় তাকে জানাজা শেষে দাফন সম্পন্ন করেছেন বলেও জানান তিনি। এলাকার একটি সূত্র বলছে ২০০১ সালে ছমির খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন। এর আগে তিনি এলাকার একটি মসজিদে ইমামতি করতেন।  রহস্যময় চরিত্রের ছমির অন্তত ৪০ বছর ধরে হোমিও চিকিৎসক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। একই গ্রামের মৃত সুরোত আলীর ছেলে তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া