adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলোচনায় না বসলে সরকারের পরিণতি ভয়াবহ হবে : বিএনপি

নিজস্ব প্রতিবেদক : সরকার আলোচনার মাধ্যমে সংকট সমাধান না করলে ভয়াবহ পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আলোচনার মাধ্যমে ফয়সালা করতে হবে। তারপরই নির্বাচনের ঘোষণা দিতে হবে। এর আগে কোনো কিছু করা হলে এর জন্য যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তার জন্য সরকার দায়ী থাকবে।

নজরুল ইসলাম সরকারকে লক্ষ্য করে বলেন, আপনাদের সম্মানজনকভাবে বের হওয়ার একটাই পথ অবশিষ্ট আছে। আর সেটা হলো নিরপেক্ষ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি এবং রাজবন্দীদের মুক্তি। অন্যথায় পরিণতি হবে ভয়াবহ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, অনেকে বলেন আমরা নির্বাচনে যেতে চাচ্ছি না। যদি নির্বাচনে না যাই তবে খালেদা জিয়ার এতো মুক্তি চাইতে যাবো কেন? তাকে সামনে রেখেই আমরা নির্বাচনে যাবো। তাই বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আমরা নির্বাচনে যাবো বলেই নিরপেক্ষ সরকার চাই। নির্বাচনে যাবো বলেই সংসদ ভেঙে দেয়ার দাবি জানাচ্ছি।

বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. খন্দকার মাহবুব হোসেনও একই রকম কথা বলেছেন। তিনি বলেন, বর্তমান সরকারের উচিত হবে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল করা। এর ব্যত্যয় ঘটলে তথা ৫ জানুয়ারির মতো আবার ক্ষমতায় আসলে তার জন্য যে বিশৃঙ্খলা তৈরি হবে তার জন্য সরকার দায়ী থাকবে।

তিনি বলেন, নির্বাচন করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে চেতনা বাংলাদেশ আয়োজিত নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ শীর্ষক আলোচনা সভায় এই সব কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, সকল দলের সঙ্গে আলোচনা করে একটি নির্দলীয় সরকার গঠন করতে হবে। সে সরকার আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। কিন্তু প্রহসেনর নির্বাচন যদি করতে চান তাহলে তার পরিণাম হবে ভয়াবহ, যা ক্ষমতাসীন দলের জন্য শুভ হবে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া