adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজের দায়বদ্ধতা থেকে ‘গলুই’ সিনেমায় কাজ করেছি : শাকিব খান

বিনােদন ডেস্ক : ঈদ মানেই সিনেমা হলগুলোতে উৎসবের আমেজ, জমজমাট অবস্থা। তাতে বাড়তি মাত্রা যোগ করে ঢালিউড তারকা শাকিব খানের নতুন সিনেমা। নায়কের এবারের ঈদের সিনেমা ‘গলুই’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি।

গত মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘গলুই’-এর টিজার প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যেই সেটি বেশ প্রশংসিত হয়েছে। দেশ থেকে দূরে থাকলেও সিনেমার প্রচারে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান। সেখানে তিনি ‘গলুই’ নিয়ে অনেক কথাই বলেছেন।

শাকিব লেখেন, ‘বিশ্বায়ন আর প্রযুক্তির প্রভাবে অনেকটাই বিলুপ্তির পথে আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি। ফলে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছে। আমি মনে করি, শেকড়কে না জানলে সামগ্রিকভাবে জাতির উন্নয়ন অসম্ভব। এ জন্যই বোধ হয় বিজ্ঞজনেরা বলেন, সংস্কৃতি হচ্ছে জীবনের দর্পণ। সংস্কৃতি প্রতিটি ব্যক্তি, জাতি ও দেশের প্রকৃত পরিচয় বহন করে।’

‘গলুই’ সিনেমায় কাজ করা প্রসঙ্গে নায়কের ভাষ্য, ‘ঈদে মুক্তি পেতে যাওয়া আমার নতুন সিনেমা ‘গলুই’ সিনেমায় শেকড়ের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হারিয়ে যেতে বসা লোক ঐতিহ্য আর সংস্কৃতিকে এই সিনেমায় তুলে ধরার আপ্রাণ চেষ্টা ছিল। ‘গলুই’ একটি চমৎকার মৌলিক গল্প ও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সিনেমা। পিরিওডিক্যাল রোম্যান্টিক গল্প সহজ সরলভাবে উঠে এসেছে এই সিনেমায়। এতে আছে প্রতিটি বাঙালির শেকড়ের গল্প; আরও আছে নৌকা বাইচের মতো প্রায় বিলীন হতে যাওয়া হারানো ঐতিহ্য। সবদিক বিবেচনায় নিজের দায়বদ্ধতা থেকে ‘গলুই’ সিনেমায় কাজ করেছি।’

তিনি যোগ করেন, ‘সরকারি অনুদানে এটি আমার অভিনীত প্রথম সিনেমা। সরকারি অনুদানের হলেও এটি পুরোপুরি মূলধারার বাণিজ্যিক সিনেমা। পরিচালক, প্রযোজকসহ সিনেমা সংশ্লিষ্ট সবাই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। আশা করছি, সবশ্রেণির দর্শক ‘গলুই’-এর সঙ্গে থাকবেন। একজন অভিনেতা হিসেবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রয়োজনে সব ধরনের কাজে নিজেকে যুক্ত করতে হয়। আমারও তাই চাওয়া- মৌলিক গল্পের ‘গলুই’ সিনেমাপ্রেমীরা সাদরে গ্রহণ করুক।’

‘গলুই’-এর টিজার প্রকাশের পর দেশ-বিদেশের অগণিত মানুষের ইতিবাচক মন্তব্যে অভিভূত শাকিব খান। সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘ঈদ উৎসবে পরিবার-পরিজন নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার আনন্দটাই আলাদা। তাই আসছে ঈদে বাবা-মা, ভাই-বোন, বন্ধু, আত্মীয়স্বজন, পরিবার-পরিজন সবাইকে সিনেমা হলে গিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানাই। আমার বিশ্বাস, পরিবার-পরিজন নিয়ে ঈদে সিনেমাহলে গিয়ে ‘গলুই’ দেখার পর আপনারাও অভিভূত হবেন। দেশের সকলের সুস্থতা কামনা করি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।’

প্রসঙ্গত, এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমায় শাকিব খান ও পূজা চেরি ছাড়াও আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া