adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘দেশে নয় – বাইরে ক্রিকেট খেলা উচিত আমাদের’

 স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আর্শিবাদ তিনি। তাকে বলা চলে ছোট দলের বড় তারকা। তাই মাঝে মাঝেই সম্ভবত ‘হাড়-জ্বালা’ বোধ করেন তিনি। অত্যাধিক প্রত্যাশার চাপে চিড়ে-চেপ্টাও তো হনই। কারণ, দলের বাকি সবার ব্যর্থতার দায় যে তারই কাধে এসে বর্তায়। ক্রিকইনফো
যেমন ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশফিকুর রহিম বাহিনীর টানা ব্যর্থতার দায়টাও সাকিব আল হাসানের কাধে এসে পড়ছে। ঘরে বাইরে সমালোচনার মুখে পড়ছেন সাকিব। অবশ্য বিরুদ্ধ স্রোতে তার সঙ্গী-সাথীও ক’জন আছেন। কিক করতে না পারায় তামিম ইকবালের নামটাও জোরেশোরে আলোচিত হচ্ছে।
এখন প্রশ্ন হলো কেন টানা ব্যর্থ হচ্ছে বাংলাদেশ? এই প্রশ্নের জবাবে এক সাাৎকারে সাকিব বলেন, মানুষের অত্যাধিক প্রত্যাশা, সাংবাদিকদের বিভিন্ন লেখালেখি ও বোর্ডের চাপের হেতু। কেননা এসব কারণে খেলোয়াড়রা হতবুদ্ধিকর একটা অবস্থার মধ্যে পড়ে যাচ্ছেন। তারা সব সময় দল থেকে বাদ পড়ার একটা আশঙ্কার মধ্যেও থাকছেন। যা তাদের দলের কথা ভাবতে দিচ্ছে না। তখন খেলা নিয়ে চিন্তা করছেন তারা। আর পাঁচ-ছয় জন খেলোয়াড় যখন এই একটি বিষয় নিয়ে ভাবছেন তখন ক্রিকেটার, অধিনায়ক ও কোচের কাজটাও ঠিকভাবে হচ্ছে না।
এই অবস্থা থেকে উত্তরণে উপায় কী? তারও একটা টোটকা বের করেছেন সাকিব। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের মন্তব্য, এখন দেশের বাইরে খেলাই আমাদের জন্য শ্রেয়। দেশে দুই বছর কোনো ক্রিকেট হওয়া উচিৎ নয়। তখন ভক্তদের প্রত্যাশার গ্রাফটা নিš§মুখী হবে, যা ক্রিকেটের জন্য ইতিবাচক হবে। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া