adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দোয়া চাওয়ার হিড়িক

image_75600_0ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির ২০১৪-২০১৫ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মনোয়ন পাওয়া এবং বিজয় নিশ্চিত করতে দোয়া চাওয়ার প্রতিযোগিতায় সামিল হয়েছেন সম্ভাব্য ও আশাবাদী প্রার্থীরা।

সোমবার নির্বাচনের তফসিল ঢাকা বারের নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হবে। রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুস সবুর এ তফসিল ঘোষণা করেন।

আগামি ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিতরণ ও জমা, ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই  ১১ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ১২ ফেব্রুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৪ ফেব্রুয়ারি প্রার্থী পরিচিতি সভার জন্য দিন ধার্য করা হয়েছে।

সম্পাদকীয় ১০টি পদসহ ২৫ টি পদের বিপরীতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সরাসরি রাজনৈতিক পরিচয়ে নির্বাচনের সুযোগ না থাকলেও রাজনৈতিক প্রভাব এখানে সুস্পষ্ট। এ নির্বাচনের ফলাফল দেশের অন্যসব বারের নির্বাচনে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ প্রভাব রাখে। ফলে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের যথেষ্ট গুরুত্ব রয়েছে।

আওয়ামীলীগ সমর্থিত ‘সম্মিলিত  আইনজীবী সমন্বয় পরিষদ’ এর সাদা প্যানেল ও বিএনপি-জামায়াত সমর্থিত‘ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ এর নীল প্যানেলের প্রার্থীরা ইতোমধ্যেই গণসংযোগ শুরু করেছেন। এই দুই বলয়ের সম্ভাব্য প্রার্থীরা আরো প্রায় একমাস আগে থেকেই ইংরেজি নববর্ষ উপলক্ষে নিজেরা এবং জুনিয়রদের বা শিক্ষানবীশদের দিয়ে কার্ড বিলি করে দোয়া কামনা করছেন।

শুধু তাই নয়, প্রতিটি কোর্ট ভবনের ফটকের সামনে দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কর্মী সমর্থক আইনজীবীরা সম্ভাব্য প্রার্থীদের পক্ষে কার্ড বিলি করে দোয়া ও সমর্থন কামনা করছেন।

কোর্টে যাওয়ার পথে এসব কার্ড হাতে নিতে নিতে এরই মধ্যে বিরক্ত হয়ে পড়েছেন বহু আইনজীবী। তারা মুখ ফুটে কিছু না বললেও একটু সামনে গিয়েই হাত থেকে ফেলে দিচ্ছেন এসব কার্ড। দিনের শেষে কোর্টের সিঁড়িতে বিভিন্ন ফ্লোরে, ভবনের ফটকের সামনে কার্ড়ের স্তুপ জমে যাচ্ছে।

গত ২৮ জানুয়ারি ১ জন প্রধান নির্বাচন কমিশনার ৬ জন নির্বাচন কমিশনার ও ৫৪ জনকে সদস্য করে ৬১ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়া হয় ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সবুরকে। তাকে সহায়তা করার জন্য আছেন ছয় নির্বাচন কমিশনার। তারা হলেন, ঢাকা বারের  সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন, সহসভাপতি অ্যাডভোকেট আলী আহাম্মদ, সহ সভাপতি অ্যাডভোকেট এখলাছুর রহমান, সাবেক ট্রেজারার মোহাম্মদ মোহসীন, বর্তমান ট্রেজারার নজরুল ইসলাম শামীম ও অ্যাডভোকেট মতিউর রহমান ভুইয়া।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুস সবুর বাংলামেইলকে জানান, ঢাকা বারের নির্বাচনে এবার ভোটার সংখ্যা প্রায় ১৬ হাজার। সুপ্রীমকোর্ট বারের সদস্যদের মধ্যে যারা ঢাকা বারের সদস্য তারাও  ভোট দিতে পারবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া