adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইল- ফিলিস্তিন ইস্যুতে বেনজেমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: মুসলিম ব্রাদারহুডের সঙ্গে গোপন সম্পর্ক আছে করিম বেনজেমার। ইসরাইল-হামাস যুদ্ধে নির্যাতিত গাজাবাসীর পক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট করার পর বেনজেমার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। তবে অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করছেন বেনজেমার আইনজীবী হিউগ ভিজিয়ার। উল্টো এমন মন্তব্যের জন্য ডারমানিনের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গাজার মানুষের এমন দুর্ভোগে সহমর্মিতা জানিয়ে গত ১৫ অক্টোবর সামাজিক মাধ্যম ‘এক্স’- এ ফরাসি ফুটবল তারকা বেনজেমা লিখেন, আমাদের সব প্রার্থনা গাজার বাসিন্দাদের জন্য, যারা আবারও বোমা হামলার শিকার হচ্ছেন, যা কোনো নারী বা শিশুকে রেহাই দিচ্ছে না। – সময়টিভি

গাজার মানুষের পক্ষে বেনজেমার এমন পোস্ট ভালোভাবে নেননি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। সাবেক রাষ্ট্রপতি কট্টরপন্থী নিকোলাস সারকোজির অনুসারী ডারমানিন দেশটির সংবাদ মাধ্যম সিনিউজকে দেয়া এক সাক্ষাতকারে অভিযোগ এনে বলেন, ‘মুসলিম ব্রাদারহুডের সঙ্গে বেনজেমার একটি গোপন যোগসূত্র রয়েছে’।
মুসলিম ব্রাদারহুড মূলত ইসলামপন্থী একটি সংগঠন, যার উৎপত্তিস্থল মিশরে। ফ্রান্সে এটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন।

তবে ডারমানিনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বেনজেমার আইনজীবী হিউগ ভিজিয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, এটা মিথ্যা, করিম বেনজেমার কখনোই এই সংগঠনের সঙ্গে সামান্যতম সম্পর্কও ছিল না।

ভিজিয়ার আরও বলেন, বেনজেমা শুধু সমবেদনা জানিয়েছেন। গাজায় যেটা হচ্ছে সেটাকে অনেকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু সেটা ৭ অক্টোবরের সন্ত্রাসী কর্মকা-ের ভয়াবহতা থেকে বিচ্ছিন্ন নয়, কিছু বিষয় আলোচনার জন্য উন্মুক্ত নয়।

৩৫ বছর বয়সী করিম বেনজেমা গত জুনে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে যোগ দেন। গত বছরের ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আগে ফ্রান্সের হয়ে ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ৯৭ ম্যাচ খেলে ৩৭ গোল করেন এ আলজেরিয়ান বংশোদ্ভূত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া