adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৩৫৮ কোটি টাকা

 

 

 

 

 

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে সূচক বাড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। তবে লেনদেনে বেশ গতি রয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।  

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ১১৩ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- পদ্মা অয়েল, গ্রামীণফোন, মবিল যমুনা, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি, লাফার্জ সুরমা, ডেল্টা লাইফ, বেক্সিমকো ও এসিআই লিমিটেড।

এ সময়ে লেনদেন হয় মোট ৩৫৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৮৩৮ কোটি ১৮ লাখ টাকা।  
এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১২২ পয়েন্ট হয়।
বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৯ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ২৯ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৩০ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৫২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৩০ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
এ সময়ে লেনদেন হয় মোট ১৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৫২ কোটি ২৩ লাখ টাকা।      

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া