adv
২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সিল দেখে ব্যালট ঢুকাচ্ছেন আ.লীগ প্রার্থীর এজেন্ট

ডেস্ক রিপোর্ট : জেলার গফরগাঁওয়ে একটি কেন্দ্রে ব্যালট পেপারে সিল  দেখে ব্যালট বাক্সে ঢোকাচ্ছেন ক্ষমতাসীন দলের প্রার্থীর এজেন্টরা।  সেখানে ভোটারের উপস্থিতি কম। গফরগাঁওয়ের মুখি পল্লী সেবক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  সোমবার সকাল সোয়া ১০টায় এ চিত্র দেখা গেছে। ওই  কেন্দ্রে আকস্মিকভাবে প্রবেশ করে দেখতে পান, ক্ষমতাসীন দল সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মুনিরুজ্জামান মুনিরের পোলিং এজেন্ট ওয়াহিদুজ্জামান তুষার ব্যালট পেপারে সিল দেখে বাক্সে ঢোকাচ্ছেন।এ ব্যাপারে ওই কক্ষে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার মতিউর রহমান বলেন, আমি বিষয়টি খেয়াল করিনি। এমন ঘটনা আর ঘটবে না।তুষার বলেন, উনি (ভোটার) চোখে কম দেখেন বলে  সিল দেয়া হয়েছে কিনা তা চেক করে  ঢোকাচ্ছিলাম। ওই কেন্দ্রের প্রিজাইডং অফিসার সাহিদুর রহামন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমি সব  পোলিং এজেন্টকে সতর্ক করে দিচ্ছি।মুখি পল্লী সেবক উচ্চ বিদ্যালয়  কেন্দ্রে মোট ভোটার ২৩১৭ জন। বুথ রয়েছে ৫টি। এর মধ্যে ৩টি পুরুষ ও দুটি মহিলা বুথ।কেন্দ্রে ভোটারের উপিস্থিতি দেখা  গেছে কম।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া