adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরাট কোহলি সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার : শচীন

স্পোর্টস ডেস্ক : শচীন টেন্ডুলকারের মতে ভারতীয় ক্রিকেটে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন বিরাট কোহালি। তবে বিরাটকে নিয়ে তুলনায় নারাজ মাস্টার ব্লাস্টার। তিনি বলছেন, আমি তুলনায় বিশ্বাসী নই।
সম্প্রতি একদিনের ক্রিকেটে শচীনের গড়া দ্রুততম দশহাজার রানের রেকর্ড ভেঙেছেন কোহলি। সামনে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের ৪৯ শতরানের রেকর্ড রয়েছে। যেদিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বর্তমান ভারত অধিনায়ক কোহলি। ইতিমধ্যেই একদিনের আন্তর্জাতিকে কোহালির শতরানের সংখ্যা ৩৮।

কোহলি প্রসঙ্গে শচীন বলেন, খেলোয়াড় হিসেবে নিজেকে আগের চেয়ে অনেকটাই বদলে নিয়েছে কোহলি। পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার এই গুণটা আমি বিরাটের মধ্যে আগেই দেখেছিলাম। যা দেখে আমার মনে হত, ছেলেটা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হতে চলেছে। শুধু এই প্রজন্মই নয়। সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন কোহলি।

শচীন আরও বলেন, সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট, এ ব্যাপারে বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু কেউ যদি বিষয়টি নিয়ে তুলনায় ঢোকেন, তাহলে তার মধ্যে নেই আমি। ষাট, সত্তর বা আশির দশকে ভিন্ন মানের বোলাররা ছিলেন। আমার সময়ে বোলারদের মান ছিল এক রকমের। এখন আবার অন্য বোলাররা খেলছেন। তাই আমি তুলনায় যেতে নারাজ।

শচীন সঙ্গে যোগ করেন, গত চব্বিশ বছর ধরে একই কথা বলে গেছি। তাহল, আমি তুলনায় বিশ্বাসী নই। কারণ ক্রিকেট খেলাটা শুরুর দিন থেকে আজ পর্যন্ত বিভিন্ন প্রজন্মে নানা ভাবে পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, এক এক প্রজন্ম এক এক রকমভাবে খেলাটা উপভোগ করেছে। ক্রিকেটাররা খেলে গেছেন। বিভিন্ন প্রজন্মে এর সঙ্গে পরিবর্তিত হয়েছে নিয়ম। পিচের চরিত্র পাল্টেছে। বদলেছে বল ও ব্যাট। বাউন্ডারি লাইনও বদলেছে।

আমি অস্ট্রেলিয়ায় এমন জায়গাতেও খেলেছি যেখানে বল গিয়ে ধাক্কা খেয়েছে কংক্রিটে। সব সময়েই পরিবর্তন হচ্ছে। তাই ব্যক্তিগত ভাবে আমি মনে করি না একজন ক্রিকেটারের তুলনা হোক অন্য প্রজন্মের সঙ্গে।

একই প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে তুলনাতেও আপত্তি রয়েছে ‘মাস্টার ব্লাস্টার’ এর। তিনি বলেন, একই প্রজন্মের মধ্যেও তুলনা করতে চাই না আমি। প্রত্যেককেই সম্মান করা উচিত। কারো মান বিচার করতে গেলে যে একটা তুলনা টানতে হবে, সেটাও বিশ্বাস করি না আমি। – আজকাল/বিডিপ্রতিদিন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া