adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেয়ালে ঝুলে নাচ!

pachforon 5_35163আন্তর্জাতিক ডেস্ক : নাচের একটি অভিনব প্রয়োগ সম্প্রতি দেখা গেছে অকল্যান্ড সিটি হলে। ভিন্নতা এখানেই যে নাচটি অকল্যান্ড সিটি হলের স্টেজে প্রদর্শিত না হয়ে প্রদর্শিত হয়েছে এর বাইরের দেয়ালে ঝুলন্ত অবস্থায়!
অ্যামেলিয়া রুডোল্ফ এবং রয়েল শিবার ব্যান্ডালোফ ডান্স কোম্পানির দুজন উদ্ভাবনী নৃত্যশিল্পী। সম্প্রতি অকল্যান্ড সিটি হলের এক বার্ষিক কলা ফেস্টিভ্যালে এই অসাধারণ মোহনীয় নাচটি প্রদর্শন করেন হলের বাইরের দেয়ালে। এই নাচটি চলাকালে এর দর্শক ছিলেন ভবনটির নিচে এবং নাচের সময়টুকুতে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন উপরের দিকে।
ব্যান্ডালোপ ডান্স কোম্পানিটি এক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করেছে। তারা দুজন উদ্ভাবনী নৃত্যশিল্পীদের এতটুকু স্বাধীনতা দিয়েছে যে ‘যা করো নতুন কিছু করো। আর তার জন্য যদি চাঁদেও যেতে হয় তাই যাও।’ আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছেন এই দুজন উদ্ভাবনী দুজন উদ্ভাবনী নৃত্যশিল্পী। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া