adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মোরা’ আতঙ্কে কক্সবাজারে দু’জনের মৃত্যু

DEAD-2ডেস্ক রিপাের্ট : কক্সবাজার শহরে একটি আশ্রয়কেন্দ্রে মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড় মোরা আতঙ্কে দু’জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। কক্সবাজার জেলা প্রশাসক মো. আলীম হোসেন আশ্রয়কেন্দ্রে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান জানান, কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ল্ড ভিশন আশ্রয়কেন্দ্রে ঘূর্ণিঝড়ের আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজন নারী ও একজন পুরুষ মারা গেছেন। 
তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে মঙ্গলবার ভোর ৬টার দিকে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড়টি। সকাল সাড়ে ৭টার দিকে এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে চট্টগ্রামের দিকে অগ্রসর হয়। এটি আরো উত্তরে ভারতের মনিপুরের দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে স্থলনিম্নচাপে পরিণত হবে। মোরার প্রভাবে জড়ো বাতাস ও ভারি বৃষ্টিতে কক্সবাজার উপকূলের শত শত ঘরবাড়ি ধসে গেছে। জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে এবং গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। জলোচ্ছ্বাসের ফলে প্লাবিত হয়েছে বহু এলাকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া