adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২টায় মিরপুরে গেইল ঝড় শুরু

gayle_1_93569ক্রীড়া প্রতিবেদক :  আসার আগে হুঙ্কার। আসার পরেও হুঙ্কার। প্রাকটিসে বসেও বলা, ‘আমি মানুষকে আনন্দ দিতে চাই।’ বরিশালের গেইলের সেই আনন্দ দেয়ার দিন আজ। মিরপুরে দিনের প্রথম ম্যাচে গেইলদের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের দল সিলেট সুপার স্টার্স। দুপুর দুইটায়।

বরিশাল বুলস ছয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জিতে এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। আর সিলেট সুপার স্টার্স ছয়টি ম্যাচ খেলে একটি জিতে পয়েন্ট টেবিলের তলানিতে। এর আগেরবারের দেখায় বরিশাল বুলসের বিপক্ষে ১ রানে হেরেছিল সিলেট।

গেইলকে পেয়ে বরিশাল আত্মবিশ্বাসে টগবগ করছে। তাদের চোখ এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। টুর্নামেন্ট মাতানোর জন্য অবশ্য হাতেগোনা কয়েকটি ম্যাচই পাবেন গেইল। এই কটি ম্যাচই তার জন্য যথেষ্ট। সে কথা বলে পরিসংখ্যান। দ্বিতীয় বিপিএলে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে ঢাকায় পা রেখে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে করেছিলেন ৫১ বলে ১১৪। সেবার ম্যাচ খেলেছিলেন ওই একটিই।

এর আগে বিপিএলের প্রথম শতকটি করেছিলেন তিনিই। প্রথম বিপিএলের প্রথম ম্যাচেই করেছিলেন ৪৪ বলে অপরাজিত ১০১। বিপিএলের আগের দুই আসর মিলিয়ে মাত্র ৬ ম্যাচ খেলেই গেইল করেন ৩টি শতক! প্রথম ম্যাচের শতকের পর সেবারই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে করেছিলেন ৬১ বলে ১১৬। বিপিএলে ৬ ম্যাচে গেইলের রান ৪০২, গড় ১০০.৫০ আর স্ট্রাইক রেট ১৯৬.০৯। ৬ ইনিংসে ছক্কা মেরেছেন ৩৮টি!

এই পরিসংখ্যান আজ থেকে বাড়তে শুরু করবে। অপেক্ষায় গেইল। বরিশাল। মিরপুর। ছক্কা-প্রিয় দর্শক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া