adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি সংস্করণ উদ্বোধন

bangabandu-ডেস্ক রিপাের্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের সফরের দ্বিতীয় দিনে নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী'র হিন্দি সংস্করণের উদ্বোধন করা হয়েছে।
 
৮ এপ্রিল শনিবার দুই দেশের রাষ্ট্র প্রধান শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করেন।
 
মূলত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনূদিত বইটি প্রধানমন্ত্রীর সফরে ভারত সরকারের পক্ষ থেকে একটি উপহার।
 
এর আগে ভারতের রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দরাবাদ হাউজে দুই রাষ্ট্রপ্রধানের প্রথমে একান্ত এবং পরে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন।
 
বৈঠকের পর প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়।
 
পরে সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিগগিরই তিস্তা চুক্তি সম্পন্ন হবে বলে আশ্বাস প্রদান করেন।
 
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'দুই দেশের নদীগুলোর পানিবন্টন সমস্যা সমাধানে ভারতের ওপর আমাদের আস্থা আছে।'
 
সফরে বাংলাদেশের জন্য বড় ‘সারপ্রাইজ’ হল, দিল্লির প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটকে বঙ্গবন্ধু সড়ক ঘোষণা করা হয়।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এই রাস্তার উদ্বোধন করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া