adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেমিতে ভূল হলে দ্বিতীয় কোন সুযোগ নেই

179559.1জহির ভূইয়া
বাংলাদেশ অনু-১৯ ক্রিকেট দলের সেমির প্রস্তুতি চলছে। আজ মিরপুর স্টেডিয়ামের একাডেমী মাঠে সকাল থেকে চলে কঠোর অনুশীলন পর্ব। দুপুর নাগাদ চলে সেই অনুশীলন। কাল বাদে পরশু মিরপুরের উইকেটে অধিনায়ক মেহেদী হাসানের দল ওয়েস্ট ইন্ডিজ বধ করার মিশনে মাঠে নামবে। নিয়মরক্ষার সংবাদ সম্মেলনে কালতো এমনিতেই মিডিয়ার সামনে আসতে হবে তাই আজ অধিনায়ক মেহেদী কথা বললেন না। পাঠালেন নতুন তারকা ব্যাটসম্যান নাজমুল হাসান শান্তকে। জানিয়ে দিলেন সেমিতে ভূল হলে দ্বিতীয় কোন সুযোগ নেই।

অনুশীলনের ফাঁকে শান্ত মিডিয়াকে বলেন,“এই বিশ্বকাপের আসরের আগেই তো আমরা ওয়েস্ট ইন্ডিজ অনু-১৯ দলের বিপক্ষে সিরিজে অংশ নিয়েছি। এবং জয় পেয়েছি সিরিজে। আমরা জানি ওরা কেমন দল। ঐ সিরিজে জয়ের অভিজ্ঞতা আমাদের সেমিফাইনালে পরিকল্পনা সাঁজাতে সাহায্য করবে। তবে আমরা ওদের হাল্কাভাবে নিচ্ছি না। ওরাও ভাল দল।”

সেমিতে খেলছে বলে নিশ্চিত নয় এমন মন্তব্য করে শান্ত বলেন,“রিল্যাক্সের কোনো কিছু নেই এখানে। আমি আগেও বলেছি যার সঙ্গে ম্যাচ খেলি আমাদের প্রসেস এক রকম থাকবে। ওয়েস্ট ইন্ডিজ হোক, ভারত হোক আর নেপালই হোক। রিল্যাক্সের কিছু নেই। আর আত্মবিশ্বাস বেশিও নেই কমও নেই। আগে যেরকম ছিল ওরকমই আছে। আমরা ম্যাচ জিতছি প্রথম থেকে এ কারণে আমরা সবাই ফুরফুরে মেজাজে আছি। আমাদের ড্রেসিং রুমে আমাদের খেলোয়াড়রা সব সময় ভালো মুডে থাকি। যেরকম সিচুয়েশন থাকুক না কেন। ওই বিশ্বাস আমাদের সব খেলোয়াড়ের মধ্যে আছে। শুরুতেই যদি উইকেট পরে যায়, উইকেট যদি না পরলে ….ড্রেসিং রুমের পরিবেশ সব সময় একই থাকে। ভালো করার তো শেষ নেই। একটা দুইটা ম্যাচ হতে পারে। ক্রিকেট খেলায় ভালো সময়, খারাপ সময় আসে। তবে আমরা এটা নিয়ে কাজ করছি। আশা করছি ভালোই হবে।

আমাদের ইচ্ছে আছে ফাইনাল খেলার। সবারই আছে। আমরা ফাইনাল নিয়ে চিন্তা করছি না। এখন হয়তোবা কেউ বলছে, কেউ বলেনি। আমরা ১১ তারিখের ম্যাচটি নিয়ে চিন্তা করছি। ফাইনালে কে আসবে না আসবে; কি হবে না হবে, এগুলো নিয়ে চিন্তা করছি না।

 

ওয়েস্ট ইন্ডিজ নিয়ে পরিকল্পনা কি জানতে চাইলে শান্ত বলেন,“এখনও পরিকল্পনা সাঁজানো হয়নি। একদিন তো বাকী আছে। তবে আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চেস্টা করব। যেমনটা আমরা গ্রুপ পর্বের ৩ ম্যাচে এবং কোয়ার্টার ফাইনালে খেলেছি। কিছু ভূল ছিল আমাদের। তবে সেটা যাতে সেমিতে না হয় সেদিকেই বেশি নজর থাকবে। সেমিতে ভূল হলে দ্বিতীয় কোন সুযোগ নেই আমার জানি।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া