adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্টারনেট ব্যবহারের অধিকার সংবিধানে চান তথ্যমন্ত্রী

net-inu_94389ডেস্ক রিপোর্ট : ইন্টারনেট ব্যবহারের অধিকার একটি মানবাধিকার। তাই এই অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করা দরকার বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার বিকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্দশ জাতীয় সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট ব্যবহারের অধিকার একটি মানবাধিকার। এটি ব্যবহার করতে না দিলে বাংলাদেশে মানবাধিকার ক্ষুণ্ণ হবে। একই সঙ্গে সংখ্যালঘু, নারী-পুরুষের সমানাধিকার রক্ষায় আমাদের সচেষ্ট থাকতে হবে।

ইনু বলেন, গণতন্ত্রের উত্তরণ পর্যায়ে মানবাধিকারের সবচেয়ে বড় বিপদ হচ্ছে জঙ্গিবাদ ও সন্ত্রাস। এই হুমকি মোকাবিলার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার, বিচারবহির্ভূত হত্যা, গণপিটুনি, গুম এসব ঘটনাকে গণতান্ত্রিক ব্যবস্থার বিচ্যুতি হিসেবে ধরে নিয়ে একে সংশোধন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এ জন্য জঙ্গিবাদকে ধ্বংস করার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থার যেসব বিচ্যুতি রয়েছে সেগুলো সংশোধন করাটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উপস্থিত থাকার কথা ছিল। তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি জানিয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা প্রধান অতিথির লিখিত বক্তব্য পাঠ করে শোনান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া