adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির কোন আন্দোলনই মরা গাঙ্গে জোয়ার আনতে পারবে না : ওবায়দুল কাদের

2016-02-06_6_915931ডেস্ক রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও তাদের দলের নেতারা নিজেরাই নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে পড়েছেন। তাই আওয়ামী লীগ তাদের জন্য চ্যালেঞ্জ নয়। তারা নিজেরাই নিজেদের জন্য হুমকি।
আজ শনিবার নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
এর আগে মন্ত্রী সড়ক ও জনপদ অধিদপ্তরের অধীনে ৪ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত ১০৭ দশমিক ৫৬ মিটার দীর্ঘ ডোমার-ডিমলা সংযোগ সড়কের বুড়িতিস্তা নদীর উপর খোকশারঘাট সেতু উদ্ধোধন করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকার এমপির সভাপতিত্বে আয়োজিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, ডিমলা উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল, সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উত্তরাঞ্চলের মঙ্গাকে যাদুঘরে পাঠিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার ক্ষমতায় থাকলে আগামীতে দেশের সকল দারিদ্রকেও যাদুঘরে পাঠিয়ে দেবে। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা যেমন করা হয়েছে, আগামীতে সকলের জন্য কর্মসংস্থান গড়ে তোলা হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, আপনারা এমন কোন আচরণ করবেন না, যাতে শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত সকল উন্নয়ন ও অর্জন ধুলোয় মিশে যায়।
তিনি বলেন, বিএনপি নেতারা তাদের অস্তিত্ব ধরে রাখতে মাঝে মাঝে বলে থাকেন, আন্দোলন হবে এ বছর নয়, ওই বছর। তাহলে প্রশ্ন, আন্দোলন হবে কোন বছর ? তাদের কোন আন্দোলনই মরা গাঙ্গে জোয়ার আনতে পারবেনা।
এর আগে সেতু উদ্ধোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, সড়ক ও জনপদ অধিদপ্তরের দিনাজপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান, তত্ত্ব¡াবধায়ক প্রকৌশলী বুলবুল হোসেন, নীলফামারী সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিক প্রমুখ

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া