adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেতিসকে হারিয়ে চার ম্যাচ পর জয় পেলো বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদক : মেসিছাড়া প্রথমাধের্র ফলাফল ১-১ গোলে ড্র হওয়ায় বার্সা কোচ রোনাল্ড কোম্যান দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামালেন। আর নেমেই মেসি করেছেন জোড়া গোল।

শনিবার ন্যু ক্যাম্পে মেসির দ্যুতি ছড়ানো দিনে বার্সেলোনাও পেয়েছে বড় জয়। লা লিগার ম্যাচে রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে মেসি মাঠের ফিরতেই যেন বদলে গেল সব। লিগে বার্সা পেল চার ম্যাচ পর জয়। সেভিয়া ও আলাভেসের সঙ্গে ১-১ ড্রয়ের মাঝে গেতাফের বিপক্ষে ১-০ ও রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরেছিল কোম্যানের দল। এই জয়ে সাত ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে বার্সেলোনা। ১ পয়েন্ট বেশি নিয়ে সাত নম্বরে বেতিস।
আর আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল।

এদিন ম্যাচের ২২ মিনিটে দেম্বেলের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির ঠিক আগে প্রথমার্ধের যোগ করা সময়ে সানব্রিয়ারর গোলে সমতায় ফিরে বেতিস। মাঝে বার্সা সমর্থকদের হতাশ করেন আঁতোয়ান গ্রিজম্যান। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আনসু ফাতির বদলি নেমে ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে দেন মেসি। ৪৯ মিনিটে গ্রিজম্যান জাল খুঁজে নেন। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। তাতে ৩-১ এ লিড পায় বার্সা।

গোললাইন থেকে হাত দিয়ে বল ফেরানোয় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেতিস ডিফেন্ডার আইসা মান্দি। ১০ জন নিয়ে আর লড়াইয়ে ফিরতে পারেনি তারা। যদিও ৭৩ মিনিটে লরেঞ্জো মোরোন ব্যবধান ৩-২ করেছিলেন। কিন্তু ৮২ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোল আদায় করলে বার্সা লিড পায় ৪-২ গোলে। ৯০ মিনিটে ব্যবধান ৫-২ করেন পেদ্রি। ১৭ বছর বয়সী ফরোয়ার্ডের লা লিগায় এটি প্রথম গোল। গোল ডটকম/ ইয়াহু স্পোর্টস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া