adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগের মিছিলে শিবিরের হামলা

chitta_97767ডেস্ক রিপোর্ট :  চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিলে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে ছাত্রশিবির।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কানুনগোপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর নিজামীর ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখায় বৃহস্পতিবার হরতাল পালনের আহবান জানায় জামায়াত।

এর প্রতিবাদে একইদিন দুপুরে হরতাল বিরোধী মিছিল বের করে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রলীগ। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে যাওয়ার পথে শিবির কর্মীরা ছুরি ও ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলায় চালায়।

এ হামলায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম.কাজেম ছুরিকাঘাতে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় দলীয় কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাসো হয়।

খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আসাদ তালুকদার জানান, ‘হামলায় আহত ছাত্রলীগনেতা এস.এম.কাজেম বর্তমানে চমেক হাসপাতালের ১৭নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় ৩টি সেলাই করা হয়েছে। 

উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জাম্মান হাসান দাবি করেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। আমাদের প্রতিপক্ষ এস.এম আবুল কালাম গ্রুপের নেতাকর্মীদের ইন্ধনে শিবির কর্মীরা এ হামলা চালিয়েছে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে কানুনগোপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া