adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক জোড়া আম তিন হাজার ডলার

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে বৃহস্পতিবার এক জোড়া আম তিন হাজার ডলারে বিক্রি হয়েছে। এত দামে আম বিক্রির ঘটনা এটিই প্রথম।
জাপানের কিয়েডো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘টাইয়ো নো তামাগো’(সূর্যের ডিম) ব্রান্ডের এই আমগুলো দেশের দক্ষিণাঞ্চলীয় মিয়াজাকি থেকে বিমানে করে ফুকুওকার ডিপার্টমেন্টাল স্টোরে আনা হয়েছিল। সেখানে নিলামে আম দুটি বিক্রি হয় রেকর্ড পরিমাণ দাম অর্থাৎ ৩ হাজার মার্কিন ডলারে । মিয়াজাকির কৃষি ফেডারেশন বলছে, আম দুটির প্রতিটির ওজন ছিল সাড়ে তিনশ গ্রাম এবং এগুলো খেতে অত্যন্ত মিষ্ট্।ি  
এমনিতেও জাপানে ফলমূলের দাম খুব বেশি। সেখানে আপনি যদি একটি আপেল কিনতে চান তবে আপনাকে তিন ডলার খরচ করতে হবে। আর ২০টি চেরি ফলের প্যাকেট কিনতে ব্যয় করতে হবে একশ ডলার। এর আগে ২০০৮ সালে জাপানে নিলামে ওঠা এক জোড়া ফুটি বাঙ্গির দাম হাকা হয়েছিল ২৫ হাজার ডলার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া