adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ডের পথে স্টার ওয়ার্স

jakia..star wars_95389বিনোদন ডেস্ক : উত্তর আমেরিকায় সাপ্তাহিক ছুটির দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড করেছে স্টার ওয়ার্স: দ্য ফোর্স এওয়েকেন্স। ডিজনি জানায়, সাপ্তাহিক ছুটির দিনে টিকেট বিক্রি থেকে প্রায় ২৩ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে চলচ্চিত্রটি।

এর আগে সর্বোচ্চ আয়ের রেকর্ডটি ছিল জুরাসিক ওয়ার্ল্ডের দখলে। গত জুনে মুক্তির পর তাদের আয় ছিল ২ কোটি ৮ লাখ ডলার।

মুক্তির পর মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে প্রায় ৫১ কোটি ৭০ লাখ ডলার আয় করে স্টার ওয়ার্স। যদিও জুরাসিক ওয়ার্ল্ড এর চেয়ে কিছুটা বেশি আয় করেছিল। তিন দিনে জুরাসিকের দখলে ছিল ৫২ কোটি ৫০ লাখ ডলার। জুরাসিক ওয়ার্ল্ডের রেকর্ড গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো ওয়ার্ল্ড প্রিমিয়ারে চীনে চলচ্চিত্রটির মুক্তি।

বিশ্বে চলচ্চিত্রের দ্বিতীয় বৃহত্তম এই বাজারে স্টার ওয়ার্স মুক্তি পাবে আগামী ৯ই জানুয়ারি। এরই মধ্যে মুক্তির প্রথম রাতে যুক্তরাষ্ট্র এবং কানাডায় আয়ের রেকর্ড গড়েছে দ্য ফোর্স এওয়েকেন্স।

বিশ্লেষকরা বলছেন, চলচ্চিত্রটি বিশ্বে সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়তে পারে। প্রায় ৩০ বছর আগের ১৯৮৩ সালে রিটার্ন অফ দ্য জেডাই পর্বের পর থেকে স্টার ওয়ার্সের এই পর্বের কাহিনীটি শুরু হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া