adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাইনালে কুমিল্লা কখনও হারেনি, হয়তো এবারই প্রথম পরাজয় দেখবে: মুশফিক

স্পাের্টস ডেস্ক: বিপিএলের চলতি আসরে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে অভিজ্ঞতায় ভরা বরিশাল। বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেছেন, কুমিল্লা কখনও বিপিএলের ফাইনাল হারেনি, হয়তো এবারই প্রথম হারবে।

বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি কখনও ফাইনাল জিততে পারেনি। শিরোপার মঞ্চে বিপরীতমুখি অভিজ্ঞতার দুই দলই মুখোমুখি হচ্ছে আরেকটি ফাইনালে। বরিশালের উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রথমবার বিপিএলের ট্রফিতে চুমু এঁকে দিতে চান কুমিল্লাকে প্রথম ফাইনাল হারের তেতো স্বাদ দিয়ে।

বিপিএলে সবচেয়ে বেশি ১২৫ ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের। রানের তালিকায় তিনি আছেন তামিম ইকবালের ঠিক পরই। কিন্তু দলীয় অর্জনের থলে এখনও শূন্য তার। একবারও তিনি বিপিএলের শিরোপা জিততে পারেননি।
দুই দফায় ফাইনাল খেলার অভিজ্ঞতা তার আছে। ২০১৯-২০ আসরে তার নেতৃত্বে ফাইনালে পা রাখে খুলনা টাইগার্স। সেখানে তারা হেরে যায় রাজশাহী রয়্যালসের কাছে। গত আসরে তিনি ফাইনাল খেলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ৪৮ বলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংসও উপহার দেন তিনি। কিন্তু তার দল হেরে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে।

এবারে তাদের প্রতিপক্ষ কুমিল্লা, ফাইনালে যারা কখনও হারেনি। ট্রফির লড়াইয়ে চারবার খেলে প্রতিটিই জিতেছে তারা। তবে আগে কখনও যা হয়নি, এবার তা সম্ভব বলেই মনে করেন মুশফিক।
মুশফিকুর রহিম বলেন, দেখা যাক, আমার তো ইচ্ছা আছে (প্রথমবার ট্রফি জয়ের)। সবারই তো ইচ্ছা থাকে, বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। এত দূর এসেছি চেষ্টা থাকবে যেন চ্যাম্পিয়নশিপটা নিতে পারি। কুমিল্লা কখনও হারেনি ফাইনালে। কে জানে, হয়তো এবারই প্রথম হারবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া