adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সীমান্তে মানুষ হত্যা করা হয় না’

images (1)ডিস্ক রিপোর্ট : সীমান্ত হত্যা বলে কিছু নেই উল্লেখ করে ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর তথাগত রায় বলেছেন, ‘সীমান্তে মানুষ হত্যা করা হয় না। কেউ যদি পাসপোর্ট, ভিসা কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া লুকিয়ে ভারতে যেতে চাই তাহলে আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।’

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক বিপ্লবী বাঘা যতীনের নামে নামকরণের ফলক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথাগত রায় বলেন, ‘ভারত যাওয়া বা আসার সময় কেউ যদি আইনকানুন মেনে না চলে তবে বিএসএফ-বিজিবি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে।’

দু’দেশের সম্পর্কের নির্দিষ্ট কোনো চিন্তাভাবনা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবারে তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারতের আলাদা একটা সম্পর্ক রয়েছে। দু’দেশের সাংস্কৃতিক মিল এবং সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।’

পরে উপজেলা প্রশাসন ও মাহবিদ্যালয়ের আয়োজনে বাঘা যতীনের বাস্তুভিটা কয়া মহাবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাঘা যতীনের ইতিহাস ঘাটলে অনেক কিছু পাওয়া যায়। সেটি অনেকদিন পরেও হলেও বাঙালি আজকে যেভাবে স্মরণ করছে তাতে আমি গর্বিত।’

ত্রিপুরা রাজ্যের এই গভর্নর বলেন, ‘বাঘা যতীনের নাম যতিন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাঘা যতীনের জš§ হয় ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর মামাবাড়ি কুষ্টিয়ার কয়া গ্রামে। তার সময় কেটেছে বাংলাদেশের যশোর, ঝিনাইদহ এবং কুষ্টিয়ার এই কয়া গ্রামে। তার পিতার নাম উমেষ চন্দ্র মুখোপাধ্যায় এবং মায়ের নাম শরৎশশী দেবী।’

তিনি বলেন, ‘বাঘা যতীনের জš§ এই এলাকায় এটা আমার জানা ছিল না। শুধু বাঘা যতীনই নয়, বাউল সম্রাট লালন, সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ, সাহিত্যিক মীর মশাররফ হোসেনের নাম শুনেছি কিন্তু তাদের বাড়ি যে এই কুষ্টিয়ার কুমরাখালীতে তা আমার জানা ছিল না।’

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ জাহিদ হোসেন জাফর।

এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তাফা কামাল, অতিরিক্ত সুপার জয়নুল আবেদীন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, স্বাদীনতার ইতিহাস লেখক আব্দুস ছালাম, কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট নিজামূল হক চুন্নু, অধ্যক্ষ হারুন-অর রশীদ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া