adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সমুদ্রে নেমে আহছানউল্লাহর দুই শিক্ষার্থী নিহত, নিখোঁজ ৪

ডেস্ক রিপোর্ট :সেন্টমার্টিনে বেড়াতে এসে সমুদ্রে গোসল করতে নেমে ঢাকার আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরো চারজন। একই সঙ্গে পানি থেকে মুমূর্ষু অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে টেকনাফে পাঠানো হয়েছে। নিহত ও নিখোঁজদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ৩৪ জন শিক্ষার্থী সোমবারই সেন্টমার্টিনে আসেন। টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া  জানান, ওই ৩৪ জন শিক্ষার্থী টেকনাফ থেকে কুতুবদিয়া জাহাজে করে দুপুর ১২টায় সেন্টমার্টিনে পৌঁছেন। তারা সেখানে সেন্ট সৌর রিসোর্টে ওঠেন। বেলা দুইটার দিকে কয়েকজন শিক্ষার্থী দ্বীপের জেটি ঘাটের উত্তর-পূর্ব পাশে প্রিন্স হ্যাভেন পয়েন্ট দিয়ে গোসলে নামে। কিছুক্ষণ পরে ছাত্রদের মধ্যে হইচই শুরু হয়। স্থানীয় লোকজন গিয়ে মুমূর্ষু অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে। তাদের মধ্যে দুজন মারা যান। বাকিদের তাদের কোস্টগার্ডের একটি স্পিডবোটে করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া