adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিপিবির চারদিনব্যাপী কংগ্রেস শুরু শুক্রবার

cpbনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চার দিনব্যাপী একাদশ কংগ্রেস আগামীকাল শুক্রবার ঢাকায় শুরু হবে। বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এ কংগ্রেস শুরু হবে দলটির। উদ্বোধনী দিনে লাল পতাকা নিয়ে দলটির নেতা-কর্মীরা রাজধানীতে শোভাযাত্রাও বের করবেন। গত মঙ্গলবার পুরানা পল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে প্রস্তুতি কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
 
সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন এবং আওয়ামী-বিএনপি কেন্দ্রিক দ্বিদলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বানে এবারের কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের কংগ্রেসে স্লোগান ঠিক করা হয়েছে, ‘সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা নিপাত যাক’। ১০টি দেশ থেকে ২৬ জন প্রতিনিধি কংগ্রেসে সংহতি জানাতে উপস্থিত থাকবেন।
 
উদ্বোধনের পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে নয়টায় গুলিস্তানের কাজী বশীর মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) রুদ্ধদ্বার সাংগঠনিক অধিবেশন শুরু হয়ে ৩১ অক্টোবর বিকাল পর্যন্ত চলবে। সেখানে আগামী চার বছরের জন্য কেন্দ্রীয় কমিটি গঠনসহ দলটির সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া