adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল – প্রথম বলেই উইকেট সাকিবের, কলকাতার শততম জয়

স্পাের্টস ডেস্ক : নিজের পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফের মাঠে নামার দিনটা দারুণই কাটল সাকিব আল হাসানের।

ব্যাট হাতে যখন উইকেটে এসেছিলেন, তখন কলকাতার ইনিংস ছিল শেষের পথে। তাই নিজের ছাপ রাখার সুযোগটা একটু কমই ছিল। বল হাতে নিয়েই অবশ্য সাকিব ঝলকটা দেখান। প্রথম বলেই তুলে নেন উইকেট। যদিও ওই একমাত্র শিকারেই সন্তুষ্ট থাকতে হয় সাকিবকে। তবে তার দল কলকাতা আসরে শুরু করেছে জয় দিয়েই। সঙ্গে পেয়েছে আইপিএল ইতিহাসে শততম জয়।

রবিবার সাকিবদের কলকাতা আইপিএল মিশন শুরু করল সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে। ১৮৮ রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ ৫ উইকেটে ১৭৭ রান করতে পারে।

হায়দরাবাদ আবার সাকিবের পুরোনো দল। নিষেধাজ্ঞার আগে ২০১৯ সালে সবশেষ এই দলটাতেই খেলেছিলেন সাকিব। এদিন ব্যাট হাতে ৫ বলে ৩ রানের পর ৪ ওভার বল করে ৩৪ রান খরচায় ১ উইকেট নেন সাকিব।

লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদের পক্ষে মনিশ পান্ডে দারুণ ব্যাট করলেন। ৪৪ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন তিনি। জনি বেয়ারস্টো ৪০ বলে ৫৫ রান করেন। এরপরও লক্ষ্যে পৌঁছাতে পারেনি দলটি।

কলকাতার পক্ষে প্রসিদ্ধ কৃষ্ণা ৩৫ রান খরচায় ২ উইকেট নেন। সাকিব ছাড়াও একটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও আন্দ্রে রাসেল।

শেষ ওভারে ২২ রান দরকার ছিল হায়দরাবাদের। কলকাতা অধিনায়ক ওয়েন মরগান যে ওভারটা করান রাসেলকে দিয়ে।

এর আগে নিতিশ রানা (৮০) এবং রাহুল ত্রিপাঠির (৫৩) ব্যাটে ৬ উইকেটে ১৮৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে কলকাতা। শেষ দিকে দিনেশ কার্তিকের ৯ বলে অপরাজিত ২২ রান ছিল দারুণ কার্যকর। এরপরও যদিও শেষ ৫ ওভারে ৪২ রান নিতে পেরেছিল কলকাতা।

হায়দরাবাদের পক্ষে রশিদ খান ও মোহাম্মদ নবি সর্বাধিক ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন নিতিশ রানা।

মুম্বাই ইন্ডিয়ান্স (১২০) ও চেন্নাই সুপার কিংসের পর তৃতীয় দল হিসেবে আইপিএলে শততম জয়ের স্বাদ পেল কলকাতা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া