adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্বালানি তেল-এলএনজি আমদানিতে ২.১ বিলিয়ন ডলার ঋণ দেবে আইটিএফসি

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে ২ দশমিক ১ বিলিয়ন ডলার ঋণ দেবে সৌদি আরবের ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি)। বিষয়টিকে বাংলাদেশের জন্য মাইলফলক হিসেবে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঋণচুক্তিটি স্বাক্ষরিত হয়। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইটিএফসির পক্ষে চুক্তিতে সই করেন এর সিইও এম নাজিম নুরদালি এবং বাংলাদেশের পক্ষে সই করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমরা অনেক দিন ধরেই আইডিবি জেদ্দা থেকে সহযোগিতা নিচ্ছি। এত দিন তাদের সহায়তা শুধু তেল কেনার জন্য ব্যবহৃত হতো। এবার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং বাকি অর্থ তেল কেনার জন্য ব্যবহৃত হবে। এই চুক্তির মাধ্যমে জ্বালানি খাতের সংকট অনেকটা দূর হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, ২ দশমিক ১ বিলিয়ন ডলারের মধ্যে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে।

এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদসহ জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া