adv
১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইলফোনে উত্তর সংগ্রহ, গ্রেপ্তার ৫

image_75313রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে  মোবাইলফোনে এসএমএসের মাধ্যমে উত্তর সংগ্রহ করে পরীক্ষা দেয়ার সময় ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার মইনুল ইসলাম আজাদ বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদ বিভাগের বি ইউনিট ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ই ইউনিটের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে উত্তর মোবাইলফোনে এসএমএসের মাধ্যমে সংগ্রহ করে পরীক্ষা দেয়ার সময় ৫ পরীক্ষার্থীকে হাতে নাতে ধরে ফেলেন শিক্ষকরা। পরে তাদের মোবাইলফোন পরীক্ষা করে উত্তর পাওয়ার পর তাদের পুলিশে সোপর্দ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- রিফাত হোসেন সিহাব, রুহুল আমিন, রায়হান রেজা, ইমতিয়াজ আলী ও তারিকুল ইসলাম। পরে তাদের মোবাইলফোন পরীক্ষা করে আরো পরীক্ষার্থীকে সনাক্ত করা হয়।
মোট ৯ জনের নাম উল্লেখ করে আরো শতাধিক অজ্ঞাত নামাদের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া