adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতে কাবিন, বিকালে ছাদ থেকে পড়ে মিরপুর বাংলা কলেজ ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত বৃহস্পতিবার গায়েহলুদ সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে বিয়ের কাবিন হওয়ার কথা। এর আগেই সাততলার ছাদ থেকে পড়ে সাদিয়া আক্তার (২২) নামে মিরপুর বাংলা কলেজের অনার্সপড়ুয়া এক ছাত্রী মারা গেছেন। সাদিয়া টঙ্গী বাজার গুড় পট্টির জনৈক হাজী ছায়েদ আলীর বাড়ির ভাড়াটিয়া আবুল বাশারের মেয়ে। বাশার ঢাকা জেলার নবাবগঞ্জ সদরের বাসিন্দা। শুক্রবার বিকেল ৫টার দিকে টঙ্গী বাজারের গুড়পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাদিয়া ঢাকার মিরপুর বাংলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তার বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার গায়েহলুদ ছিল। শুক্রবার রাতে কাবিন হওয়ার কথা। এই অবস্থায় ওই দিন বিকেলে বাড়ির সাততলার ছাদ থেকে পড়ে সাদিয়া মারা যান। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মনির হোসেন লাশ উদ্ধার করেন। কালেরকণ্ঠ

মেয়ের বাবা আবুল বাশারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাততলার ছাদে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তার মেয়ে মারা গেছে বলে আমাদের জানানো হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মেয়ের মা তাহমিনা আক্তার কলি পুলিশকে জানান, সাদিয়া মৃত্যুর আগেই তার মোবাইল ভেঙে ফেলেছে।

টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বলেন, মনে হয় মেয়ের অমতে বিয়ের কারণে মৃত্যুর ঘটনা হয়ে থাকতে পারে। টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া