adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চামিন্দা ভাস আবারও লঙ্কান ক্রিকেট ফিরলেন

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে চামিন্দা ভাসকে বোলিং কোচের দায়িত্ব দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কিন্তু বেতন নিয়ে বনাবনি না হওয়ায় তিন দিনের মাথায় পদত্যাগ করেছিলেন সাবেক এই কিংবদন্তি পেসার।

সম্প্রতি ভাসের সঙ্গে বোর্ড কর্তারা পুনরায় আলোচনায় বসেছিলেন, তাতে বেতন বিতর্কের অবসানও ঘটিয়েছেন। ফলে পদত্যাগ পত্র তুলে নেয়ার সঙ্গে সিদ্ধান্তের পরিবর্তন করে আবারও শ্রীলঙ্কার ক্রিকেটে ফিরছেন ভাস। ফলে আবারও সুরাঙ্গা লাকমলদের বোলিং কোচ হিসেবে দেখা যাবে তাকে।
২০১৯ সালের ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার বোলিং গুরুর দায়িত্ব পালন করছিলেন ইংলিশ কোচ ডেভিড সাকার। কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। সাকারের স্থলাভিষিক্ত হিসেবে ভাসের উপর আস্থা রেখেছিল এসএলসি।

আলোচনা শেষে বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ভাসকে। আবারও দায়িত্ব দেয়ার সঙ্গে কাজের পরিধিও বাড়িয়ে দিয়েছে বোর্ড। জাতীয় দল নিয়ে কাজ করার পাশাপাশি শ্রীলঙ্কার এইচপি টিমকে দেখাশোনা করবেন তিনি। এ ছাড়া জাতীয় দল থেকে ছিটকে পড়াদের পুনরুদ্ধার এবং নতুন পেসার তৈরি করাটাই হবে এই কিংবদন্তির কাজ। – ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া