adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজির তদবিরে সপ্তম ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি, চলছে তদন্ত

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সেরা ফুটবল তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব পিএসজিতে যোগ দিয়েছিলেন। ওই বছরই সপ্তম ব্যালন ডি’অর জিতেছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু সেই ব্যালন ডি’অর জয়ের পেছনে হাত ছিল পিএসজির। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে সুপারিশ করেছিল ফরাসি ক্লাবটি।

এমন অভিযোগের পর তদন্ত শুরু করেছে প্যারিসের প্রসিকিউটর অফিস। ফরাসি গণমাধ্যম লা মন্দে সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সাবেক প্রধান এবং ব্যালন ডি’অরের সংগঠক পাসকেল ফেরেকে ২০২০ ও ২০২১ সালে নানাভাবে প্রভাবিত করেছে।

এ ছাড়া অভিযোগ আছে, বিভিন্নভাবে পাসকেল সহযোগিতা ও সুবিধা দেওয়া হয়েছে। যাতে ব্যালন ডি’অর জিততে পারেন মেসি। মূলত বাণিজ্যিক দিক দিয়ে লাভবান হওয়ার কারণেই এমনটা করেছে পিএসজি বলে অভিযোগ তোলা হয়েছে। 
এ ছাড়া ম্যাগাজিনের সাবেক পরিচালক জন মার্সিয়াল রিবসও জড়িত আছে বলে অভিযোগ করা হয়েছে। বিভিন্ন সময় সাংবাদিক, রাজনীতিবিদ, সংসদীয় সদস্যের জন্য পিএসজির ম্যাচের ভিআইপি টিকিটের জন্য সুপারিশ করতেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া