adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া গোপনে প্রায় ৭০০ কোয়ালাকে হত্যা করেছে!

d8b59dade60ed8d3d5e0b97ae8e2f094_XLআন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের কর্তৃপক্ষ গোপনে প্রায় সাতশ কোয়ালাকে হত্যা করেছে। ভিক্টোরিয়া প্রদেশের পরিবেশ-মন্ত্রী লইস নেভাল এ কথা স্বীকার করেছেন। কোয়ালার সংখ্যা বেড়ে যাওয়ায় এবং খাদ্য ঘাটতি দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে এ সব কোয়ালাকে হত্যা করা হয় বলে জানান তিনি।
কেপ অটোয়ে’তে ২০১৩-২০১৪ সালে এ সব হতভাগ্য কোয়ালাকে হত্যা করা হয়েছে বলে জানান হয়েছে। বুনোপ্রাণী তদারকির দায়িত্বে নিয়োজিত কর্মীরা এ কোয়ালা ধরেছেন। হত্যার আগে কোয়ালাদের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়ার কথা জানিয়েছেন পরিবেশ-মন্ত্রী। তিনি বলেন, এ ভাবে হত্যার পরও কোয়ালার সংখ্যা দ্রুত  বাড়ছে এবং তা সমস্যা হয়ে দেখা দিচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া