adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুব বিশ্বকাপে নিরাপত্তায় র‌্যাবের গোয়েন্দা দল

rab--dgডেস্ক রিপোর্ট : ‘আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়া দলগুলির নিরাপত্তা স্কোয়াডে সাদা পোশাকে থাকবে র‌্যাবের গোয়েন্দা দল।’ এমনটিই জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহা-পরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। এছাড়াও প্রতিটি ভেন্যুতে র‌্যাবের অপারেশন কমান্ড সেন্টার খোলা হবে বলেও জানান তিনি।
রাজধানীর ল্যা ম্যারিডিয়ান হোটেলে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। এ সময় আইসিসির পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন সংস্থাটির সিকিউরিটি ম্যানেজার শন ন্যারিস।
র‌্যাব মহা-পরিচালক বলেন, ‘আগামী ২৭ জানুয়ারি থেকে ৪ জেলার ৮ ভেন্যুতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। এ জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বকাপ ক্রিকেট, এশিয়া কাপ ও টি-২০’র বড় আসর সফলভাবে আমরা আয়োজন করেছি। ইতিমধ্যে নিরাপত্তার সব বিষয়গুলো আমরা পর্যালোচনা করেছি। আইসিসি ও বিসিবি’র নিরাপত্তা দলের সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করেছি। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্টিও প্রকাশ করেছেন।’
এসময় তিনি আরও বলেন, ‘নিরাপত্তার এ ধারা অব্যাহত থাকবে টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত। আমাদের বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং যানবাহন স্কেনার দলও এর জন্যে প্রস্তুত করা হয়েছে। সাথে সাথে এবার একটি মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। এ ব্যবস্থায় হোটেলে বসেই যেন সার্বক্ষনিক সবকিছু মনিটরিং করা যায়, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে করে কোন টিম কোথায় যাচ্ছে সেটিও মনিটরিং করা যাবে।’
‘খেলোয়াড়রা যেখানে থাকবেন, সেই স্থান পুরো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে। নিরাপত্তা ব্যবস্থা প্রতিনিয়ত আপডেট করা হবে। এ জন্য সকলের সহযোগিতাও প্রয়োজন,’ যোগ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সব সময় জাতীয় ও আন্তর্জাতিক দিক বিবেচনায় রাখতে হয়। সকল সম্ভাবনা, হুমকি ও তথ্য বিবেচনা করে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করি। এ জন্য ছোট থেকে ছোট তথ্যও আমরা বিবেচনায় রাখি।’

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া