adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক: ভারত নতুন বছর শুরু করবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দিয়ে। এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ রয়েছে রোহিত শর্মার দলের। তাছাড়া রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও।
রোহিত শর্মা ভারতের অধিনায়ক হলেও কিছু কিছু সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে তাকে। সেই সিরিজগুলোতে ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনজন। ধারণা করা হচ্ছে, সেই তিন ক্রিকেটারের কোনো একজনই রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিতে পারেন। তারা হলেন-

রবীন্দ্র জাদেজা: চলতি বছরই ভারতের অধিনায়ক হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি জাদেজাকে। প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়ক করা হয়েছিল তাকে। ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে জাদেজা যে বিবেচনায় রয়েছে সেটির প্রমাণ সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া। সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া চোটে রয়েছে। এই দুই ক্রিকেটার এবং রোহিত শর্মা যদি আফগানিস্তান সিরিজ না খেলে তাহলে অধিনায়ক হিসেবে জাদেজাকেই দেখা যেতে পারে।
 শ্রেয়াস আইয়ার: অস্ট্রেলিয়া সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে ভারতের সহ-অধিনায়ক ছিলেন আইয়ার। আইপিএলে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। অধিনায়ক হওয়ার দৌড়ে বেশ ভালোভাবে এগিয়ে রয়েছেন তিনিও।
 শুভমান গিল: ভারতের ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হচ্ছে গিলকে। ধারণা করা হচ্ছে, দুই কিংবা তিন বছর পর তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে দেখা যাবে তাকে। আসন্ন আইপিএলেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া