adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টোকিও অলিম্পিক, ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে বাকি আউট

স্পোর্টস ডেস্ক : আব্দুল্লাহ হেল বাকি পারলেন না। স্বপ্ন শেষ মুহূর্তেই। অথচ দেশের তারকা শুটার টোকিওর পথে উড়াল দেওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন আলো ছড়ানোর। কিন্তু প্রতিশ্রুতি রাখতে পারলেন না তিনি। ছিটকে গেলেন টোকিও অলিম্পিকসের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই থেকেই।
আসাকা শুটিং রেঞ্জে রোববার বাছাইয়ে ৬১৯.৮ স্কোর গড়ে ৪৭ প্রতিযোগীর মধ্যে ৪১তম হন বাকি।
২০১৬ সালের রিও দে জেনেইরো অলিম্পিকেও এর চেয়ে বেশি স্কোর গড়েছিলেন তিনি। সেবার ৬২১ দশমিক ২ স্কোর গড়ে বাছাইয়ে হয়েছিলেন ২৫তম।
এই ইভেন্টে গ্ল্যাসগো ও কমনওয়েলথ গেমসে রুপা জয়ী বাকি এবার পারেননি নিজের সেরা স্কোর ছুঁতেও। ২০১৬ সালে দিল্লীর শুটিং বিশ্বকাপে ৬২৪.৮ স্কোর গড়েছিলেন। সেই স্কোরের খুব কাছাকাছি গিয়েছিলেন গত মার্চে দিল্লিতে হওয়া বিশ্বকাপে। সেবার ৬২৪.৫ স্কোর গড়েন ৩১ বছর বয়সী এই শুটার। টোকিওতে তার প্রত্যাশা ছিল নিজেকে ছাপিয়ে যাওয়ার। কিন্তু পারলেন না।
পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে অষ্টম চীনের শেং লিহাও, তার স্কোর ৬২৯.২। ৬৩২.৭ স্কোর নিয়ে বাছাইয়ে সেরা হয়েছেন চীনেরই ইয়াং হাওরান। যেটি অলিম্পিক বাছাইয়ের রেকর্ডও।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া