adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে তৃতীয় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র চলতি বছরই শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকা ছাড়া তৃতীয় চক্রে এরই মধ্যে সব দলই খেলে ফেলেছে একটি করে সিরিজ। সম্প্রতি শেষ হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই ম্যাচের সিরিজটি। ১-১ সমতায় শেষ হয়েছে দুই দলের লড়াই।

গতকাল সিরিজটি শেষ হওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের হালনাগাদ দিয়েছে আইসিসি। যেখানে নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে তিন নম্বরে আছে বাংলাদেশ। দেশরূপান্তর
দলগুলোর অর্জিত পয়েন্টের শতকরা হারের ওপর নির্ভর করে সাজানো হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে প্রতিযোগিতাটির নতুন চক্র শুরু করে বাংলাদেশ। শনিবার মিরপুরে সফরকারীদের বিপক্ষে তারা হেরে যায় ৪ উইকেটে। একটি করে জয়-হারে দুই দলেরই পয়েন্ট ৫০ শতাংশ করে। তাই যৌথভাবে তৃতীয় স্থানে আছে তারা।
শতভাগ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাকিস্তান। গত জুলাইয়ে দুই টেস্টের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছিল তারা। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট জেতা দলটি পরের ম্যাচ করেছিল ড্র।

নিউজিল্যান্ড ও বাংলাদেশের পর অবস্থান অস্ট্রেলিয়ার। গত চক্রের চ্যাম্পিয়নের পয়েন্টের শতকরা হার ৩০। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে দুটি করে জয়-পরাজয় ও একটি ড্র করেছিল তারা। আবার মন্থর ওভার রেটের কারণে ১০ পয়েন্ট কেটেও নেওয়া হয়েছে প্যাট কামিন্সদের।
১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ওয়েস্ট ইন্ডিজ। ১৯ পয়েন্ট কাটা যাওয়া ইংল্যান্ড সপ্তম স্থানে। তাদের পয়েন্টের হার ১৫। দুই ম্যাচই হেরেছে শ্রীলঙ্কা, আর এখনো কোনো ম্যাচ খেলেনি দক্ষিণ আফ্রিকা। সম্পাদনা: এল আর বাদল

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া