adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ও বিএনপিসহ সব দলকে সংলাপে ডাকলো ইসি

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষবারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে চায় নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইসি কার্যালয়ের সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সংলাপের জন্য আগামী শনিবার (৪ নভেম্বর) দিন নির্ধারণ করেছে ইসি। এদিন একই সঙ্গে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ নিবন্ধিত ৪৪ দলের সঙ্গে বসবে নির্বাচন কমিশন।

নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে দেশের বড় প্রধান দুই রাজনৈতিক দলের মতবিরোধ তুঙ্গে। বিএনপির চাওয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। অন্যদিকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে অনড় আওয়ামী লীগ। এমন পরিস্থিতে বিএনপির চলমান আন্দোলনের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসার উদ্যোগ নিলো নির্বাচন কমিশন।

এদিকে, আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক হয় পিটার হাসের। বৈঠকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপের ওপর জোর দেন মার্কিন রাষ্ট্রদূত।

বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনে কোনো পক্ষের সংঘাতের জায়গা নেই। তিনি আশা করেন, বাংলাদেশে উদ্বেগ প্রশমন এবং একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজতে সব পক্ষ শর্তহীন সংলাপে বসবে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বিএনপিকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে আধা সরকারি চিঠি দিয়েছিলেন। তবে বিএনপি ওই আমন্ত্রণে সাড়া দেয়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া