adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপে সেনাবাহিনী নামানোর অনুমতি দিলো পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটের আসর শুরু হবে আগামী ৩০ আগস্ট। এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ের আসরটির আয়োজকের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। দীর্ঘদিন পর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাওয়ায় নিরাপত্তা নিয়ে কোনো ত্রুটি রাখতে চাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছে পিসিবি। -জিও টিভি

বেশ কিছু বছর ধরে দেশটিতে দ্বিপাক্ষিক সিরিজ হলেও কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়নি। অবশেষে, পাকিস্তানের সেই আক্ষেপ দূর হতে যাচ্ছে এশিয়া কাপ আয়োজনের মধ্য দিয়ে। আসন্ন এশিয়া কাপ নিয়ে বাড়তি সতর্ক পাকিস্তান সরকার। ১৯৯৬ সালের পর বড় কোনো টুর্নামেন্টের দায়িত্ব পাওয়া পাকিস্তান এবার নিরাপত্তার জন্য সেনা মোতায়েন করছে।

জানা গেছে, পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার এশিয়া কাপের জন্য সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার জন্য থাকবে পাঞ্জাব রেঞ্জার্সও। তবে তাদের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হবে। কেবলমাত্র বড় কোনো ঘটনা ঘটলেই তাদের নামানো হবে। ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আসরের বাকি ম্যাচগুলো আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া