adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুখী ও সমৃদ্ধ দেশ কামনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পুরোনো বছরের সব জীর্ণতা ধুয়ে মুছে নতুন বছর শুরু হয়েছে। নতুন বছর সবার মাঝে আনন্দ বয়ে আনবে। সবার জীবন সুখী ও সমৃদ্ধ হয়ে উঠবে- এই কামনা করি।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যতোই দিন যাচ্ছে নববর্ষ উৎসবের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে দেশব্যাপী। আমরা চাই মানুষ সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে এ উৎসব পালন করুক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
দেশবাসীর পাশাপাশি প্রবাসে অবস্থারত বাঙালিদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, আবুল হাসনাত আবদুল্লাহ এমপি প্রমুখ।
আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান। এদের মধ্যে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমও উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া