adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একজন আফ্রিকান কেন সর্বাধিক বেতন পাবে, বায়ার্নের প্রতি সাদিও মানের এজেন্টের অভিযোগ

স্পোর্টস ডেস্ক: মাত্র এক বছর স্থায়ী হলো ফুটবলার সাদিও মানের বায়ার্ন মিউনিখ অধ্যায়। ইনজুরি, ফর্মহীনতা, সতীর্থের সাথে হাতাহাতি- বেশ কিছু কারণেই বাভারিয়ানদের ক্লাবে সময়টা ভালো কাটেনি মানের। সৌদি ক্লাব আল-নাসরে তাকে বিক্রিও করে দিয়েছে জার্মান জায়ান্টরা। তবে এবার বায়ার্নের প্রতি গুরুতর অভিযোগ এনেছেন মানের এজেন্ট বাকারি সিসে। বলেছেন, এই দলবদল ফুটবলীয় কারণে হয়নি। একজন আফ্রিকান কেন ক্লাবের সবার চেয়ে বেশি বেতন পাবে, এটাই মানতে পারেনি জার্মানরা। গোল ডটকম

২০২২ সালে ৩৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেন সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। ১২ মাস পর প্রায় সমান অংকের অর্থের বিনিময়ে তাকে সৌদি ক্লাব আল-নাসরে বিক্রি করেছে বাভারিয়ানরা। সেখানে সপ্তাহে ৬ লাখ ৫০ হাজার পাউন্ড বেতন পাবেন মানে। খেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো, মারসেলো ব্রোজোভিচদের সাথে। বায়ার্নেও বছরে ১৭ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থই পেতেন মানে। কিন্তু এই সেনেগালিজ ফরোয়ার্ডের এজেন্টের দাবি, এই পরিমাণ অর্থ আর মানের জন্য খরচ করতে চাচ্ছিল না বায়ার্ন। যমুনাটিভি

আফটার ফুট আরএমসি‘তে দেয়া সাক্ষাৎকারে মানের এজেন্ট বাকারি সিসে বলেন, তাকে বিক্রি করে দেয়াটা কোনো ফুটবলীয় কারণে ঘটেনি। সাদিওর বেতনটাই জার্মানদের পীড়া দিচ্ছিল। তারা কোনোভাবেই বুঝতে পারছিল না যে, একজন আফ্রিকান কীভাবে ক্লাবে যোগ দিয়ে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত বনে গেলো। সাদিওকে তাই যেকোনোভাবে ছেড়ে দিতে চাচ্ছিল তারা। বায়ার্নের কর্তারা সাদিওর কোনো প্রতিনিধির সাথেও কথা বলেনি। সাদিওর সাথে সরাসরি কথাও হয়নি তাদের। তারা কেবল টমাস টুখেলকে (বায়ার্নের কোচ) সাদিওর কাছে পাঠিয়ে বলতে বলেছে, এখন থেকে সে (সাদিও মানে) দলের তৃতীয় পছন্দের লেফট উইঙ্গার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া