adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চেন্নাইতে বন্যা পরিস্থিতির চরম অবনতি

9PPL9sxvjXfPআন্তর্জাতিক ডেস্ক : ভারতের চেন্নাইতে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। দুর্গতদের জন্য হাজার কোটি টাকার ত্রাণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভয়াবহ বন্যায় আটকে পড়া বাসিন্দাদের কাছে পৌঁছাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। গত ১০০ বছরে তামিলনাড়ুতে এতো বৃষ্টি হয়নি।

বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে চেন্নাই যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যাদুর্গতদের জন্য বাড়তি ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেন। মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

কয়েক দিনের রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বন্যায় তলিয়ে যাওয়া উপকূলীয় এ রাজ্য থেকে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। তবে এখনো অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর বেশির ভাগই রাজধানী চেন্নাইয়ে। 

আরো এক সপ্তাহ ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা। বৃষ্টির তোড় একটু কমলেও এবার শুরু হয়েছে জলাধারগুলো থেকে জল ছাড়ার পালা। ফলে নতুন করে বন্যা পরিস্থিতি অবনতি হতে শুরু করেছে চেন্নাইয়ে।

বিমানবাহিনী চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেছে। রানওয়ে পানির নিচে থাকায় তৃতীয় দিনের মতো বিমানবন্দর বন্ধ রয়েছে। সব অফিস, স্কুল ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। 

খাবার এবং পানীয় জলের সঙ্কট আরও তীব্র হয়েছে। এক লিটার দুধের প্যাকেট বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এক বোতল পানি কিনতে হচ্ছে ১৫০ টাকায়। পুরো শহর জুড়ে ওষুধের জন্য হাহাকার পড়ে গেছে। তার মধ্যে নেই বিদ্যুৎ সরবরাহও। বিভিন্ন এলাকায় খুঁটি উপড়ে বিদ্যুৎবাহী তার পানিতে ডুবে রয়েছে। ফলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকে দেখা দিয়েছে। উদ্ধারকারীরাও এই বিদ্যুৎবাহী তারের জন্য বিভিন্ন এলাকায় পৌঁছাতে পারছেন না।

কোনো কর্মীই অফিস পৌঁছতে না পারায় তামিলনাড়ুর দৈনিক ‘দ্য হিন্দু’র প্রকাশনাও সাময়িক বন্ধ রাখতে বাধ্য হয়েছে সংবাদপত্র কর্তৃপক্ষ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া