adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মারামারি

CTGডেস্ক রিপাের্ট : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ধাক্কা ধাক্কি ও মারামারিতে লিপ্ত হন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড নামে একটি সংগঠনের নেতা কর্মীরা।

২১ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা পুরো শহীদ মিনার এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়ার জন্য লাইনে থাকা অন্যান্য সংগঠনকে ডিঙিয়ে শহীদ বেধিতে উঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতি মারামারি শুরু করে।  ১০/ ১৫  মিনিট ধরে চলা এ মারামারিকালে তাদের থামানো চেষ্টা করে ব্যর্থ হন আইন শৃংখলা দায়িত্বে থাকা পুলিশ এবং শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজকরা।

পরে তাদের জোর করে নীচে নামিয়ে দেয়ার পরও দুই পক্ষ মারামারি এবং অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে।

এ ব্যাপারে সিএমপি’র কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, কার আগে কে ফুল দিবে তা নিয়ে হুড়োগুড়ি থেকে মারামারিতে জড়িয়ে পড়েছে ফুল দিতে আসা যুবকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সব সংগঠন শহীদ মিনারে শান্তিপূর্ণ ফুল দিয়েছে বলে জানান তিনি।

শহীদ মিনারে অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, যারা ফুল দিতে এসেছেন তাদের মাঝে মুক্তিযোদ্ধের চেতনা কিংবা মহান ২১ শে ফেব্রুয়ারি ভাষা দিবসের তাৎপর্য সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এ পবিত্র স্থানে এসে বিশৃঙ্খলা এবং মারামারি করেছে। শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সেলফি তোলাকে তিনি মানষিক রোগ বলে আখ্যায়িত করেন।

এদিকে ২১ এর প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক আর্পণ করেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন, বিভাগীয় কমিশনার মোহাম্মদ রুহুল আমিন, সিডিএ চেয়ারম্যান আবদুচ, সিএমপি কমিশনার ইকবাল বাহার ও জেলা পুলিশ সুপার।

এদিকে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে পুলিশের হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির নেতারা। শহীদ বেদিতে ফুল দিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসার পর নিচে আইনজীবীদের সাথে পুলিশের হঠাৎ উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। এসময় পুলিশ আইনজীবীদের লাঠি হাতে ধাওয়া দেয়।

এছাড়া নগর আওয়ামী লীগ বিএনপি, জাপা, জাসদ, যুবলীগ ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা সৈনিকদের।

পরে শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হলে হাজারো মানুষের ঢল নামে। দলে-দলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকে ফুল নিয়ে। সর্বস্তরের নাগরিকের পদভারে জেগে উঠে স্মৃতির মিনার।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া