adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপার প্রেসিডিয়াম সভায় যোগ দেননি রওশনপন্থিরা

1437_100460নিজস্ব প্রতিবেদক : চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের বৈঠক শুরু হয়েছে। তবে এতে যোগ দেননি বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ও তার অনুসারীরা।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়।

রওশনপন্থি একাধিক নেতা আগেই জানিয়েছিলেন, রওশন এরশাদ, জাপার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও তাদের অনুসারীরা সভায় যোগ দেবেন না।

জাপায় গত দুই সপ্তাহ ধরে টানাপড়েন চলছে। কো-চেয়ারম্যান নিয়োগে এরশাদ ও রওশন বিপরীতমুখী অবস্থান নিয়েছেন। এরশাদ সরকার ছাড়ার কথা বললেও রওশন বলছেন, এমন সম্ভাবনা  নেই। নেতৃত্বের লড়াইয়ে বদল হয়েছে মহাসচিবও। এমন পরিস্থিতিতে ৯ মাস পর অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডিয়াম সভা। সর্বশেষ গত বছরের ২৪ এপ্রিল হট্টগোলের কারণে মাত্র ১৫ মিনিটেই প্রেসিডিয়াম সভার ইতি ঘটে।

রওশনপন্থিরা শুরু থেকেই প্রেসিডিয়াম ও সংসদীয় দলের যৌথসভার দাবি জানিয়ে আসছেন। ৪০ সদস্যের সংসদীয় দলে রওশনপন্থিরা বিপুল সংখ্যাগরিষ্ঠ। প্রায় ৩০ জন এমপি রওশনের অনুসারী। ৩৬ সদস্যের প্রেসিডিয়ামে এরশাদের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ। মাত্র ৭ জন রওশনপন্থি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া