adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিরের কামড়ে ১৭৫ জনের মৃত্যু

full_1442220539_1438706775আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ মোজাম্বিকে গত পাঁচ বছরে কুমিরের কামড়ে অন্তত ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৩০ জন। দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ টিটিতে এসব ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম এআইএম বলেছে, কুমিরের হামলা থেকে মানুষকে বাঁচাতে স্থানীয় সরকার বেশ কিছু পদপে নিয়েছে। যেমন- নিয়ন্ত্রণের ব্যবস্থা করা, নির্দিষ্ট অন্তত ৫১৬টি কুমির হত্যা এবং কুমিরের ডিম সংগ্রহ ও অন্যান্য।

প্রসঙ্গত, দেশটির টিটি প্রদেশে কুমিরের সংখ্যা এত বেশি যে তা নিয়ন্ত্রণ এবং মানুষকে কুমিরের হামলা থেকে রা করতে গিয়ে স্থানীয় সরকার হিমশিম খাচ্ছে।

সম্প্রতি টিটি প্রদেশ সফরকালে দেশটির প্রেসিডেন্ট ফিলিপ নিউসি বলেছেন, কুমির কোনো সমস্যা হতে পারে না। বরং এটি অর্থনৈতিকভাবে লাভজনক। কারণ কুমিরের চামড়া দিয়ে বেল্ট ও ব্যাগসহ বিভিন্ন পণ্য উতপাদন করা যায়। তাছাড়া এর মাংস খাদ্য হিসেবেও ব্যবহার হয়। তবে কুমিরের হামলা থেকে মানুষের জীবন বাঁচাতে অবশ্যই কার্যকর পদপে নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া