adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব, মুশফিক ও মুস্তাফিজ মাইলফলকের সামনে দাঁড়িয়ে

স্পোর্টস ডেস্ক: বুধবার (৫ জুলাই) দুপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। প্রথমটিতে সতীর্থদের এ সিরিজকে হাল্কাভাবে না নেয়ার পরামর্শ দিয়েছেন অধিনায়ক তামিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও গাজী টিভি।

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রতিটি ম্যাচই হবে চট্টগ্রামে। দুই দলের মধ্যে এটি মাত্র তৃতীয় ওয়ানডে সিরিজ। প্রথম দুটি সিরিজেই শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।

ওয়ানডেতে দল দুটি ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয়জয়কার। ৭ জয়ের বিপরীতে টাইগারদের হার ৪টিতে। এদিকে বাংলাদেশের ৭ জয়ের চারটিই এসেছে ঘরের মাটিতে।
এদিকে এমন ম্যাচে মাঠে নামার আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান, অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটার মুশফিকুর রহিম এবং কাটার মাস্টার খ্যাত বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
তিন ম্যাচ সিরিজের দুটি ম্যাচ খেললেই প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ২৫০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। অন্যদিকে সিরিজে ৪ উইকেট তুলতে পারলে চতুর্থ বাংলাদেশি হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন মুস্তাফিজুর রহমান। ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে ২ উইকেট দরকার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া